Wellcome to National Portal

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

HBB

গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ


প্রকল্পের সংক্ষিপ্ত পটভূমিঃ


স্বাধীনতার পর থেকে এই মন্ত্রণালয়ের মাধ্যমে কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় গ্রামীণ কাঁচা সড়ক নির্মাণ কাজ শুরু হয়। তাছাড়া ২০০৮-২০০৯ সাল হতে ইমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দ্য পুওর (ইজিপিপি) কর্মসূচি চালু রয়েছে। এ সকল কর্মসূচির মাধ্যমে এ যাবৎ প্রায় ০৩ লক্ষ কিলোমিটার মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে। বর্ষা মৌসুমে মাটির রাস্তাগুলি কর্দমাক্ত ও ক্ষয় হয়। এতে প্রতি বছর রাস্তাগুলি যোগাযোগ উপযোগী রাখতে সরকারের বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। যা দেশের অবকাঠামো উন্নয়নে নেতিবাচক প্রভাব ফেলে। এ পরিস্থিতিতে গ্রামীণ মাটির রাস্তা মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমিয়ে আনার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) প্রকল্পটি বিগত ১৪ মার্চ ২০১৭ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।



প্রকল্পের উদ্দেশ্যঃ


  • দেশের প্রতিটি উপজেলায় স্থানীয় হাট-বাজার, গ্রোথ সেন্টার, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ যে সকল গ্রামীণ মাটির রাস্তা দ্বারা সংযুক্ত রয়েছে সেগুলোকে এইচবিবি করণের মাধ্যমে দীর্ঘস্থায়ী ও টেকসই করা।
  • সারা বছর চলাচল উপযোগী ও টেকসই রাখতে, উৎপাদিত কৃষিপণ্য বিপণনে সহায়তা প্রদানের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা এবং পরিবহন ব্যয় কমিয়ে আনা।
  • দুর্যোগের সময় অল্প সময়ে দুর্গত এলাকার জনগন যাতে আশ্রয় কেন্দ্রে আসতে পারে, সহজে চিকিৎসা সেবা পেতে পারে, গবাদিপশু দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়া এবং দুর্যোগে ঝুঁকি হ্রাস করে স্থানীয় জনগোষ্ঠির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
  • বর্ষা মৌসুমে মাটির রাস্তাগুলি কর্দমাক্ত ও ক্ষয় হয়। এতে প্রতি বছর যোগাযোগ উপযোগী রাখতে সরকারের অনেক অর্থের প্রয়োজন হয়। এইচবিবি করণের মাধ্যমে মাটির ক্ষয় রোধ করা ও ভবিষ্যতে মেরামত ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমিয়ে আনা।



প্রকল্প সংক্রান্ত তথ্যঃ


২০২১-২০২২ অর্থবছরের এইচবিবিকরণ প্রকল্পের তথ্য

ক্রঃ নং
প্রকল্পের নাম
চূড়ান্ত অনুমোদিত মূল্য
অগ্রগতির হার
০১ ২নং ওয়ার্ডের আলালপুর যাত্রী ছাউনির এলজিইডির সংযোগ পাকা রাস্তা হতে ডিডিএম ব্রীজ হয়ে দক্ষিণ দিকে নজরুল মেম্বারের বরই বাগান পর্যন্ত (১০০০ মিটার) রাস্তা এইচবিবি করণ।
১০০%
০২ ক) ভোলাহাট ইউপি ০১নং ওয়ার্ডের চামুশা বিজিবি ক্যাম্প এলজিইডি পাকা রাস্তার সংযোগ হতে ডাবলুর পুকুর হয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহ পর্যন্ত রাস্তা (৪৪০ মিটার) এইচবিবি করণ ও 
(খ) ভোলাহাট ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের চরধরমপুর গ্রামে এলজিইডি পাকা রাস্তার সংযোগ বদির বাড়ি হতে চরধরমপুর টাঙ্গন আশ্রয়ণ-২ প্রকল্পের গেইট পর্যন্ত (৫৬০ মিটার) রাস্তা এইচবিবি করণ” ( মোট= ১০০০মিটার)

১০০%


২০২০-২০২১ অর্থবছরের এইচবিবিকরণ প্রকল্পের তথ্য

ক্রঃ নং
প্রকল্পের নাম
চূড়ান্ত অনুমোদিত মূল্য
অগ্রগতির হার




১০০%


২০১৯-২০২০ অর্থবছরের এইচবিবিকরণ প্রকল্পের তথ্য

ক্রঃ নং

প্রকল্পের নাম

চূড়ান্ত অনুমোদিত মূল্য

অগ্রগতির হার

০১

শিকারী মেইন রোড বেবির বাড়ি হতে গোরস্থান অভিমুখি (১০০০ মি) রাস্তায় এইচবিবি করণ।

৫১,৬০,৯০০/-

১০০%

০২

(ক) বাহাদুরগজ্ঞ বাজার হতে হোসেনে বাড়ী পযর্ন্ত (৫০০ মি) রাস্তায় এইচবিবিকরণ।

(খ) তেলিপাড়া গ্রামের বাদল বিডিআর এর বাড়ি হহতে রফিক কসাই এর বাড়ির পাশ হয়ে চরধরমপুর মিস্ত্রি বাজার (৫০০ মি) (গোহালবাড়ী ইউপি) রাস্তায় এইচবিবিকরণ।

৫১,৭২,০০০/-

১০০%

০৩

দলদলী ইউপির পঞ্চনন্দপুর খলিলের বাড়ী হতে ঘুঘুডাং পযর্ন্ত (১০০০ মি) (দলদলী ইউপি) রাস্তায় এইচবিবিকরণ।

৫১,৬০,৮০০/-

১০০%




২০১৮-২০১৯ অর্থবছরের এইচবিবিকরণ প্রকল্পের তথ্য

ক্রঃ নং

প্রকল্পের নাম

চূড়ান্ত অনুমোদিত মূল্য

কাজের অগ্রগতি

০১

ভোলাহাট ইউপির আলমের দোকান হতে গঢুর বাদশার বাগান পযর্ন্ত  (৫০০ মি) রাস্তা ও এসেহের বাড়ির সামনে কালভার্ট হতে নুর ইসলামের বাড়ি পযর্ন্ত এইচবিবি করণ।

৪৩,২৯,৪২৬.৭৯/-

১০০%