নদী মাতৃক বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অগণিত নদ নদ। এসব নদ নদী আবার আমাদের কৃষি ও দৈনন্দিন কাজে
অতি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আমাদের যাতায়াত ব্যবস্থার অনেকটাই নদী নির্ভর। জালের মতো ছড়িয়ে থাকা এসব নদ নদীর উপর দিয়ে
আমাদের ব্রীজ কালভার্ট রয়েছে। যা আমাদের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছে। বিভিন্ন দুর্যোগে পানি নিষ্কাশনের জন্য
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের তত্বাবধানে প্রতি বছর বিভিন্ন দৈর্ঘের গ্রামীণ মাটির রাস্তায় সেতু/ কালভার্ট নির্মাণ করে থাকে।
নিচে বিভিন্ন অর্থবছরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ কর্তৃক গ্রামীণ মাটির রাস্তায় ১৫ মিটার কমবেশি সেতু/ কালভার্ট
নির্মাণের প্রকল্প সমূহের তালিকা দেওয়া হলো।
২০১৮-২০১৯ অর্থবছরের গ্রামীণ মাটির রাস্তায় কমবেশি ১৫ মিটার দৈর্ঘের সেতু/ কালভার্ট নির্মাণ কর্মসূচি
প্রকল্প নং |
প্রকল্পের নাম |
দৈর্ঘ্য |
প্রাক্কলিত মূল্য |
অগ্রগতির হার |
০১ |
গোহালবাড়ি ভাটার রাস্তায় খালের উপর সেতু নিমাণ। গোহালবাড়ি ইউপি) |
৩৮ ফিট |
৩১,৬১,১৪৭/- |
১০০% |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS